কলকাতা সংবাদদাতা:ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল। বুধবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানিয়েছেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ‘আপনাদের সকলের প্রার্থনার জোরে বাবা আপাতত হেমোডাইনামিক্যাল প্রেক্ষিতে স্থিতিশীল রয়েছেন।’ দিল্লির সেনা হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন। রয়েছেন ভেন্টিলেশনে।
উল্লেখ্য, বুধবার সকালে প্রণববাবুর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক অবস্থায় পৌঁছে যায়। এরই মধ্যে দুপুরের দিকে মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের একটি টুইটে তীব্র উদ্বেগ তৈরি হয় বাংলা ও জাতীয় রাজনৈতিক মহলে। টুইটে শর্মিষ্ঠা লিখেছিলেন, ‘যেটা ভালো, ঈশ্বর যেন সেটাই করেন। জীবনের আনন্দ ও দুঃখ সমান ভাবে মেনে নেওয়ার শক্তিও দেন।’ এর পরই দেশজুড়ে রাজনৈতিক মহলের সকলেই প্রণববাবুর খোঁজ নিতে শুরু করেন। অবশ্য দুপুরে সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তবে রক্তচাপ স্থিতিশীল রয়েছে।
রবিবার নিজের বাড়িতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মাথায় আঘাত লাগে। সোমবার তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তখন প্রয়োজনীয় পরীক্ষা করতে গিয়ে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর বয়স যেহেতু ৮৪, তাই চিকিৎসকরা অতিরিক্ত সতকর্তার সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু করেন। নিজের করোনা রিপোর্টের কথা অবশ্য টুইট করে জানান স্বয়ং প্রণববাবুই। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করা এবং কোয়ারেন্টিনে থাকার পরামর্শও টুইট করে দেন তিনি।
সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচার সফলও হয়। তার পরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মঙ্গলবার চিকিৎসকরা জানান, প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। বুধবার সকালে তাঁর অবস্থা পৌঁছে যায় অতি সঙ্কটজনকে। রাজনৈতিক মহলে উদ্বেগ মাত্রা ছাড়ায়। তার মধ্যেই মেয়ে শর্মিষ্ঠার ওই টুইট উদ্বেগের মাত্রাকে চরমে নিয়ে যায়। মঙ্গলবারের মতো বুধবারও বাংলার বিভিন্ন জায়গার মন্দিরে তাঁর আরোগ্য কামনা করে যেমন পুজো দেওয়া হয়, তেমনই অনেক মসজিদেও তাঁর সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।