কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজার জেলার র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে জেলার টেকনাফ থানাধীন উত্তর বরইতলী রোড়ের পশ্চিম পাশের বায়তুল রহমান জামে মসজিদের গেইট সংলগ্ন রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেএমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল গত ১৩ আগষ্ট রাত ১২.৩০ মিনিটের সময় উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিএনজিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে ঘটনাস্থল থেকে মোঃ আলমগীর হোসেন (২৮), দক্ষিণ মুহুরীপাড়া (বিসিক এলাকা), থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’কে গ্ৰেপ্তার করে। গ্ৰেপ্তার কৃত কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তার সিএনজির স্টিয়ারিং এর ভিতর বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা লুকানো রয়েছে। এর ডিক্তিতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটকৃত আলমগীর হোসেনের সঙ্গে থাকা সিএনজি তল্লাশী করে সর্বমোট ২,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা মূল্য আনুমানিক ১০,০০,০০০ দশ লক্ষ টাকা প্রায়। গ্রেফতারকৃত ইয়াবা বেবসায়ির স্বীকারোক্তি পর উদ্ধারকৃত মালামাল কক্সবাজার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
রিপোর্ট:মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু,কক্সবাজার।