কিশোরগঞ্জ থেকে আলি হায়দারঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে মসজিদের টাকা আত্মসাৎ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে খবর পাওয়া গেছে।
জানাযায়, মসজিদ সংস্কারের ৫০ হাজার টাকা সভাপতি মজিবুরের কাছে জমা ছিলো। এই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (১৪ আগস্ট) বিকালে ফিরোজের লোকজনের সঙ্গে মজিবুরের লোকজনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ৪ জন টেঁটা বিদ্ধ সহ অন্ততঃ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দুটি বসতবাড়িতে আগুন দেওয়া সহ অন্ততঃ ১০ বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল পাঠানো হয়। এই ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় দুপক্ষের বেশি কিছু লোক আহত হয়েছে জানতে পারি, তাদের খোঁজখবর নিয়ে, দুপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানা যায়, এটা নিয়ে এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবৎ এই সংঘর্ষ চলে আসছে। এর আগেও মসজিদের টাকা আত্মসাৎ সহ ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে অন্তত ৫ বার সংঘর্ষ হয়। এসব নিয়ে এর আগে দুটি মামলাও হয়েছিলো বলে জানান এলাকাবাসী।
প্রতীকী ছবি