নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানীতে পিপিএল পরিবহনের বাস চাপায় বিচ্ছিন্ন হলো এক নারীর পা। আহত আফরোজা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদী থেকে পিপিএল পরিবহনের বাসে চড়ে রাজধানীতে নিজ বাসায় ফিরছিলেন আফরোজা বেগম। বনানীর সৈনিক ক্লাব সিগনালে বাস থেকে নামতেই সেই বাসটিই তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা পথচারীরা পুলিশকে খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘাতক পিপিএল পরিবহনের বাসটিকে আটক করেছে বনানী থানা পুলিশ। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে।বাস চাপায় আফরোজা বেগমের গোড়ালি থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত আফরোজা বেগম বিএসএমএমইউ নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছে।
বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, পায়ে এবং হাতে গুরুত্বর আহত হয়েছে। আমি দ্রুত আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে বাস আটক আছে। চালক এবং হেলপার কাউকে আটক করা যায়নি। আমি যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, যে গাড়িতে আসছিলো সেই গাড়ি থেকে নামার পর গাড়ি টান দিলে ওই সময় তিনি গাড়ির তলে পড়েন। চালু অবস্থায় তাকে নামিয়েই গাড়িটি টান দেয়। টান দেওয়ার সময় গাড়ির সামনে তিনি পড়ে যান এবং তার উপর দিয়ে গাড়িটি চলে যায়।
মায়ের এমন অবস্থার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে আসে দুই ছেলে। আফরোজা বেগমের ছেলে আল আমীন বলেন, যখন টঙ্গীতে ছিলেন তখন আমার সাথে শেষ কথা হয়েছে বলছে যে আসো একসাথে খাবো। পরে হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে বলে ভাই আপনি তাড়াতাড়ি আসেন, বনানী ১১ নম্বরে আপনার মা অ্যাকসিডেন্ট হয়েছে।