প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার জেলার পেকুয়ায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পেকুয়ায় থানা পুলিশ।
১১সেপ্টেম্বর শুক্রবার সকালে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার মুক্তার আহমদ( ৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে নিহত মুক্তার আহমদ পিতা আহমদ ছৈয়দ নুর সওদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে শুক্রবার সকালে লোকজন ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু