নিজস্ব সংবাদদাতা:ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে প্রেমিকাকে ধর্ষণ করে চলে যাওয়ার সময় জনতার আটক হয়েছে প্রেমিক ।ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের সনু মিয়ার পুত্র ইমরানের (২৪) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হালিউড়া গ্রামের এক তরুণীর।
প্রেমের সম্পর্ক গভীর হওয়ায় মঙ্গলবার রাতে তরুণীর (২০) এর বাড়িতে যায় ধর্ষক ইমরান। সেখানে তরুণীকে ধর্ষণ করে চলে যেতে চাইলে, ইমরানকে ঝাপটে ধরে ডাক চিৎকার করে তরুণী। পরে বাড়ির লোকজন ইমরানকে আটক করে বেঁধে রাখে। বিয়ের কথা বললে সে অস্বীকার করে।
ঘটনাটি ধামাচাপা দিতে বুধবার ইমরানের পরিবার শালিস দরবারের চেষ্টার সংবাদ পায় নান্দাইল মডেল থানার পুলিশ।
এ সময় নান্দাইল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে সালিসের আয়োজন থেকে তরুনী ও অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে ।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, নির্যাতনের শিকার তরুণীকে বাদী করে মামলা গ্রহন করা হয়েছে।তাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) অভিযুক্ত ইমরানকে আদালতে পাঠানো হবে।
রিপোর্ট:মো:আবু হানিফ সরকার,নান্দাইল।