নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর-জামগ্রাম পাকা রাস্তার পানাই পকিতোলা ব্রীজের উপর আব্দুল আলীম(২২) নামের এক মটরসাইকেল চালককে গলা ও বুকে ছুরিকাঘাত করে হত্যার রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করেছে কাহালু থানা পুলিশ।
পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার মহোদয় এর প্রত্যক্ষ দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম সার্কেল এএসপি জনাব আহমেদ রাজিউর রহমান ও অফিসার ইনচার্জ কাহালু এর নেতৃত্ব কাহালু থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যার ঘটনায় মূল আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা যায়, আজ ১১সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর-জামগ্রাম পাকা রাস্তার পানাই পকিতোলা ব্রীজের উপর আব্দুল আলীম(২২)নামের এক মটরসাইকেল চালককে গলা ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন জানায়, ৩জন দুষ্কৃতকারী মটরসাইকেল আরোহী উল্লেখিত স্থানে আলীমকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়, তারপর দুষ্কৃতকারীরা তার গলায় ও বুকে একাধিক ছুরিকাঘাত করে মৃত্যুনিশ্চিত করে পালিয়ে যায়।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং অফিসার ইনচার্জ কাহালু এর নেতৃত্বে আসামীদের ধরতে পুলিশ ও জনতার সাড়াশি অভিযান চলছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান পূর্ব শত্রুতার জের ধরে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আলীম দক্ষিন জামগ্রামের বুলু মিয়ার পুত্র বলে জানা যায়।
উক্ত ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নন্দীগ্রাম সার্কেল সহকারি পুলিশ সুপার জনাব আহমেদ রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
ইনসেটে দুষ্কৃতকারীদের ব্যবহৃত মটরসাইকেল। সাড়াশি অভিযানে মুল হত্যাকারী নওফেল(আসামী) অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।