বিশেষ সংবাদদাতা,কলকাতা:
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবাংলায় আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি কেন্দ্রীয় দলকে ‘মোস্ট ক্যালাস’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় দলটিকে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে মুখ খুললেন ডেরেক ও’ব্রায়েন। তীব্র সমালোচনা করে শনিবার তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্রতিনিধি দলের পুরো নাম ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম’। আসলে ওটা হবে ‘ইন্ডিয়াস মোস্ট ক্যালাস টিম’। বাংলার সরকারকে বিব্রত করতেই দিল্লি থেকে এই দলটিকে এখানে পাঠানো হয়েছে। কোনও কারণ ছাড়াই তারা এই রাজ্যে এসেছে।’ ডেরেককে এ ভাবে প্রকাশ্যে সমালোচনায় মুখর হতে বড় একটা শোনা যায় না। তাই তাঁর সমালোচনার পরই বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন পড়ে যায় রাজ্যের রাজনৈতিক মহলে। প্রতিনিধি দলের পক্ষে মুখ খোলেন বিজেপি নেতারা। সায়ন্তন বসু বলেন, ‘কেন্দ্রীয় দলকে কাজ করতে অসহযোগিতা করে রাজ্য সরকার বুঝিয়ে দিচ্ছে, তারা পরিস্থিতির মোকাবিলা করতে পারছে না। তাই এভাবে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে।’
এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের তীব্র সমালোচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে করোনা মোকাবিলার কাজ চলছে। তিনি পথেও নেমেছেন। মানুষকে অযথা ভয় পেতে যেমন নিষেধ করছেন, তেমনই লকডাউন মেনে চলার পরামর্শ দিচ্ছেন। তিনি পথে নামায় মানুষও সাহস পাচ্ছে। দেশের আর কোন রাজ্যে এভাবে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীরা পথে নেমেছেন?’ তিনি স্পষ্টই বলেছেন, ‘আমাদের রাজ্যের অবস্থা এখন অনেক ভালো। বরং মহারাষ্ট্র, দিল্লির অবস্থা খারাপ। কেন্দ্রীয় দলটির উচিত এই রাজ্য থেকে ফিরে যাওয়া। তারা বরং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বা দিল্লিতে যান।’