নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিনব কৌশলে পাকস্থলীতে ২৭৬০ পিস ইয়াবা পাচারের সময় সেগুলো উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। এসময় নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- খারশেদ, জয়নাল, সাহিদা ও সাইফুল। এছাড়াও মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল ভোরে উত্তরখান ও পৃথক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি রমনা বিভাগ জানায়, রাজধানীর শাহবাগের বাবুপুরা এলাকা থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করে উত্তরখান থানার ময়নারটেক বাজার রোড সংলগ্ন জিয়াবাগ এলাকায় যায় গোয়েন্দা পুলিশ। সেখানে থেকে প্রথমে মাদক ব্যবসায়ী খোরশেদ, জয়নাল ও সাহিদাকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পাকস্থলীতে করে ইয়াবা বহন করছিলেন। পরে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পর জানা যায়, তাদের পাকস্থলীতে ইয়াবা রয়েছে। পরে তাদের পেট থেকে বিশেষ কায়দায় তৈরিকৃত ৬৯টি ক্যাপ্সুল বের করা হয়। যার প্রত্যেকটিতে ৪০টি করে মোট ২৭৬০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে তাদের দেয়া তথ্য মতে সাইফুলকে গ্রেফতার করা হয়। এই ইয়াবাগুলো সাইফুলের বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল তাদের। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা হয়েছে।
অন্যদিকে রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৭৯ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, ৭২৫ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।