নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের গোল্ড প্লেটসহ সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটক যাত্রীর নাম খোরশেদ আলম।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণ প্লেটের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) সোলায়মান হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আন্তর্জাতিক আমনী হাউসে নজরদারি করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে এসভি ৩০০৮ ফ্লাইটে আসা যাত্রী খোরশেদ আলম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে তল্লাশী করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এক কেজি ওজনের গোল্ড প্লেটটির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটক যাত্রীকে পুলিশে হস্তান্তরসহ জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।