চট্টগ্রাম প্রতিনিধি: র্যাব -৭ এর একটি টিম টানা ২২ ঘন্টা অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবার দুইটি পৃথক চালান আটক করেছে। গ্রেফতার করেছে ৩ মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় ইয়াবা বহনকারী একটি ট্রাক। আটককৃত ইয়াবার মূল্য ১৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার সমপরিমান বলে জানিয়েছে র্যাব। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযানে নগরীর বাকলিয়া এবং আনোয়ারা থানা এলাকা থেকে ইয়াবার বড় চালান দুটি আটক করা হয়।
র্যাব -৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুূুল হাসান মামুন জানান, গোপন সূত্রে খবর ছিল মিয়ানমার থেকে সড়ক ও নৌপথে ইয়াবার বড় চালান আাসার। র্যাব টিম নগরীর বাকলিয়া থানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায়। একটি ট্রাককে থামার সংকেত দিলে দুই আরোহী নেমে পালানোর চেষ্টা করে। তাদেরকে আটক করার পর ট্রাকের চালকের সিটের পেছনে সুকৌশলে লুকানো ১০ কেজি ১০০ গ্রাম ওজনের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় জমির উদ্দীন (৩৬) ও রমজান আলী (২৫) নামের দুই ইয়াবা কারবারীকে। তাদের দুজনের বাড়িই কক্সবাজার জেলার রামু থানায়। দীর্ঘদিন ধরে এরা কৌশল পাল্টিয়ে ইয়াবা পাচার কাজ চালিয়ে আসছিল।
অপর অভিযানটি পরিচালিত হয় আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে। সেখানে দোভাষী ঘাটে মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় চালন খালাস হয়। একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে হানা দিলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক করা হয় কামরুজ্জামান (৪০) নামে এক ইয়াবা কারবারীকে। তার বাড়ি আনোয়ারার ছুন্নাপাড়ায়। সেখান থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিমতে পালিয়ে যাওয়া সরোয়ার আলমের বাড়িতে অভিযান চালিয়ে টিনের চালার নিচে লুকিয়ে রাখা ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাকলিয়া ও আনোয়ারা থানায় দুটি পৃথক মামলা দায়ের করে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে আদালতে চালান দেওয়া হয়েছে।