কক্সবাজার প্রতিনিধি: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আলোচনার জন্ম দেয়া বহুল আলোচিত এসপি এবিএম মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে রাজশাহী বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার এক আদেশে এ রদবদল করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় এসপি এবিএম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।
সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এরই মধ্যে এসপি মাসুদকে বদলি করা হয়। অন্যদিকে, মোঃ হাসানুজ্জামানকে পুলিশ সুপার ঝিনাইদহ থেকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।