প্রত্যয় নিউজডেস্ক: বঙ্গোপসাগরের গভীরে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাত ইয়াবা পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন- মহররম আলী (৪৪), আব্দুস শুকুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মোন্নাফ (৩৫), জাহিদ হোসেন (৩৩) ও পেডান (২২)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।
রোববার দুপুরে কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে টেকনাফ থেকে প্রায় ২৫/৩০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।