প্রত্যয় ডেস্ক, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ কুলিয়ারচরে ৫ শত ৭৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত রুমান মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়ায়র সোনাতলা গ্রামের নাসির নগর উপজেলার মোঃ মিজান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.কে সুলতান মাহমুদের সার্বিক নির্দেশনায় এস.আই মুহাম্মাদ আজিজুল হকের নেত্রীত্বে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদর ৫নং ওয়ার্ডের আইডিয়াল এস এইচ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পরিতেক্ত মাঠে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য আটক করা হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আরেক মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
পরে আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় মামলা রজু করা হয়। মামলা নং ০৩।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.কে সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের ফোর্স অভিযান পরিচালনা করে এক মাদক ব্যাবসায়ীসহ আটক করে। পরে উক্ত মাদক ব্যাবসায়ীকে সংশ্লিষ্ট আইনানুযায়ী মামলা রজু পূর্বক কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রিপোর্টঃ আলি হায়দার