ভোলা সংবাদদাতা:চরফ্যাসনের দুলারহাটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রধান আসামীকে আটক করেছে।শুক্রবার বিকালে ভিক্টিম বাকপ্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে রতন (৫০) নামের একজনকে আসামী করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন। বিকালে পুলিশ অভিযুক্ত রতনকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার নুরাবাদ ২নং ওয়ার্ডের অভিযুক্ত রতনের ভাড়াটিয়া ঘরে এঘটনা ঘটে। রতন নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে।
ভিক্টিম কিশোরীর মা এজাহারে দাবী করেন, তার বাকপ্রতিবন্ধী মেয়ে ঘটনারদিন বিকালে পার্শবর্তী গ্রামে তার নানা বাড়িতে যাচ্ছিলো। অভিযুক্ত রতনের বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় পুর্ব পরিচিত রতন তার বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বসত ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি প্রতিবেশীরা জানতে পেরে প্রতিবন্ধী ভিক্টিমকে উদ্ধার করে এবং রতনকে আটক করেন। আটককারীদের হাত থেকে অভিযুক্ত রতন পালিয়ে যান। ভিক্টিমের কাছে তার পরিবার ঘটনাটি জানতে তিনি বাদী হয়ে গতকাল শুক্রবার বিকালে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।
দুলারহাট থানার ওসি মুরাদ হোসেন জানান, এঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে মামালা দায়ের করেছেন। আসামী রতনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্ট :আরফাত হোসেন আলিফ,ভোলা জেলা প্রতিনিধি।