মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুুরে ২০ পিচ ইয়াবাসহ শাওন অরোফে রকি(২০) ও সোহেল (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুুলিশ। সোমবার (১২ অক্টোবর) তাদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃত শাওন অরোফে রকি নাটোর জেলার কান্দিভিটা এলাকার জালালের ছেলে ও সোহেল ধুপইল চকপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির বর্তমানে দ্বায়িত্বরত উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শাওন ও সোহেল চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধুপইল চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের দুই জনের নামে লালপুর থানায় দুইটি মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ নাটোর জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।