বিশেষ সংবাদদাতা,কলকাতা:আপাতত স্বস্তির খবর, কোভিড–মুক্ত সৌমিত্র। শুধু তাই নয়, সৌমিত্রর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। তবে এখনও তিনি সঙ্কটমুক্ত নন। বুধবার তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা হয়েছে। সে–সবের রিপোর্ট বৃহস্পতিবার পাওয়া যাবে বলে বেলভিউ সূত্রে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তচাপ, লিভার ফাংশন, অ্যামোনিয়ার লেভেলও আগের থেকে অনেকটাই ভালো। অক্সিজেনও আগের তুলনায় কম দিতে হচ্ছে।
এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হয়। বিকেলে সেই রিপোর্ট নেগেটিভ আসে। এ ছাড়া চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। সঙ্কটমুক্ত না হলেও এই ব্যাপারটিই আপাতত চিকিৎসকদের উৎসাহিত করেছে। মেডিক্যাল বুলেটিন থেকে জানা গিয়েছে, এখন তাঁর জ্বর তেমন নেই। কিন্তু মাঝে মাঝে শরীরে অক্সিজেন কম যাওয়ায় প্রয়োজন অনুযায়ী বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে। আসলে সৌমিত্রবাবুর বয়স এবং কো–মর্বিডিটিই বেশি বেগ দিচ্ছে তাঁকে। এই বিষয়টি চিন্তায় রেখেছে চিকিৎসকদের। তবে এদিন থেকেই তাঁর চিকিৎসা পদ্ধতিতে কিছু বদল করছে ১৬ সদস্যের মেডিক্যাল টিম। উল্লেখ্য, ৬ অক্টোবর করোনা সংক্রমিত হওয়ার পরই সৌমিত্র চট্টোপাধ্যায়কে কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। তখনই তাঁকে দেখাশোনার জন্য একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়। প্রথম দিকে তাঁর অবস্থা খারাপ ছিল না। তার পর অভিনেতার শরীরে কিছুটা জটিলতা দেখা দিলেও বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। শুক্রবার রাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য ১৬ জন চিকিৎসককে নিয়ে একটি বিশেষজ্ঞ দল তৈরি হয়।
এদিকে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক গুজব ছড়ানোয় তাঁর পরিবার থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এদিন তাঁর মেয়ে পৌলোমী বসু একটি পোস্টে লিখেছেন, ‘দয়া করে গুজব ছড়াবেন না। আমাদের পরিবারের তরফ থেকে এই অনুরোধ রইল।’ শুধু গুজব নিয়েই নয়, হাসপাতালে অভিনেতার চিকিৎসাধীন থাকার ছবিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁরা আপত্তি জানিয়েছেন। পোস্টে পৌলোমী লিখেছেন, ‘আমার করোনা আক্রান্ত বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিদারুণ দুশ্চিন্তার মধ্যে আমরা রয়েছি। এই সময় তাঁর আইসিইউ–তে ভর্তি থাকার ছবি এবং মেডিক্যাল বুলেটিন অনৈতিক ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আমরা আঘাত পেয়েছি। দয়া করে তাঁকে এই সময় উপযুক্ত সম্মান এবং একটু প্রাইভেসি দিন। আর এমন ছবি প্রকাশ করবেন না।’
(প্রসঙ্গত, দৈনিক প্রত্যয় অনলাইনেও তাঁর চিকিৎসাধীন থাকার ছবি প্রকাশিত হয়েছে সংবাদের পরিপ্রেক্ষিতে। তবে তাঁর পরিবারকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের তরফে তাঁর পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি।) তবে এরই পাশাপাশি পৌলোমী তাঁর পোস্টে সৌমিত্র অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন। তিনি এ কথাও লিখেছেন, ‘আপনাদের প্রার্থনা এবং শুভাকাঙ্ক্ষাকে সবসময় স্বাগত জানাই।’ অসুস্থ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়াগুলিতে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ঢেউ বয়ে যায়। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। টালিগঞ্জের অনেক অভিনেতা ও অভিনত্রীও তাঁর সুস্থতা কামনা করে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে পোস্ট করেছেন।