প্রত্যয় ডেস্ক, মাহফুজুল করিম, ফেনী প্রতিনিধিঃ গত ১০ই অক্টোবর ফেনী শহরে চীনের আহোট ইউনিভার্সিটির ছাত্র আর্কিটেক্ট ইউনুস বাবু হত্যার প্রতিবাদে ফেনী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন(বিআইইএ)” ফেনী জেলার আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রতিবাদি সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির সদস্য ও ফেনী, কুমিল্লা, নোয়াখালী বৃহত্তর জোন সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃরাশেদুল ইসলাম এবং জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমদাত চৌধুরী, জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আজগর হোসাইন আতিক সহ জেলার আহ্বায়ক কমিটির দায়িত্বশীল অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীবৃন্দ।
উল্লেখ্য, ৮ই অক্টোবর রাতে বাবু ও তার বন্ধু শাহরিয়ারকে কুপিয়ে জখম করে শহরের পাঠানবাড়ি এলাকায় শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেফটি টাংকের ভিতর ফেলে দেয় কেয়ারটেকার শাহিন ও তার সহযোগীরা। রাতে ওই ভবনের বাসিন্দা নিচ তলা থেকে অস্বাভাবিক আওয়াজ শুনতে পেয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে নিচ তলায় যায় এবং শাহিনকে মেঝের রক্ত মুছার অবস্থায় দেখতে পায় এবং সেফটি টাংক থেকে আওয়াজ শুনে টাংক খুলে শাহরিয়ারকে আহত অবস্থায় পায়। তারা পুলিশকে খবর দেয়। এর পরদিনই একি জায়গায় পাওয়া যায় বাবুর লাশ। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় কেয়ারটেকার শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ইউনুস বাবুর হত্যার সাথে জড়িত বাকি সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করে সকল খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে জন্য ফেনী জেলা প্রশাসনের প্রতি আহবান জানান।