প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ডিবি পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ) রাতে ঠাকুরগাঁও পৌরসভাধীন তাতীপাড়ায় অবস্থিত নারগুন শাখা গ্রামীন ব্যাংক কার্যালয়ের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার মৃত-আব্দুল গফুর এর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকষ টিম রাতে নারগুন ইউনিয়ন গ্রামীন ব্যাংক প্রধান গেটে সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫ পিচ ইয়াবাসহ সোহেল রানা নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।