মাহফুজুল করিম,ফেনী জেলা : দেশের চারোদিকেই চলছে এখন শুদু ধর্ষন। ধর্ষণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে দেখা দিয়েছে। এখন প্রায়ই শুনা যাচ্ছে ধর্ষণের কথা। হিংস্র হায়নাদের কবল থেকে রক্ষা পাচ্ছেনা কেউই। ধর্ষন করার উদ্দেশ্য নিয়ে কেউ আবার করছে প্রেমের ছলনা। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ঘতেছে এমন ঘটনা। কিশোরী প্রেমিকাকে বিয়ের কথা বলে ধর্ষন করে আরিফুল ইসালাম সাকিব নামের এক হায়না রুপী বখাটে। ধর্ষন করার পর অন্যের উপর দোষারপ করতে গিয়ে শেষ মেষ নিজেই ফেসে গেলো।
পুলিশ সূত্র জানায়, ফেনী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর এলাকার বাসিন্দা আল-হেলাল একাডেমীর ৯ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী আরিফুল ইসলাম সাকিবের। এরি মধ্যে গত ২৮ আগস্ট ওই ছাত্রীর মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে বিয়ে করার কথা বলে ধর্ষণ করে তাকে এবং ধর্ষনের পর প্রতিপক্ষকে ফাঁসাতে কয়েকজনের নাম উল্লেখ করে প্রেমিকাকে দিয়ে একটি ভিডিও চিত্র ধারণ করে নেয় সাকিব।
ওই ভিডিওচিত্র নিয়ে উল্লেখিত প্রতিপক্ষদের নামে থানায় মামলা করতে কিশোরীকে চাপ দেয় সাকিব। কিশোরী তা করতে রাজি না হলে ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তাতেও কিশোরী রাজি না হওয়ায় ভিডিও চিত্রটি নিয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীর কাছে যায় সাকিব এবং গণমাধ্যমে এই খবরটি প্রচারের চেষ্টা করে। পরবর্তীতে ঘটনাটি পুলিশ জেনে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে প্রকৃত চিত্র বেরিয়ে আসে। এ ঘটনায় ধর্ষনের শিকার কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সোমবার বিকালে নির্যাতিতা কিশোরীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়।
এ ঘটনায় বখাটে সাকিবকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।