নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ অভিযান শুরু করে র্যাব। অভিযান এখনো চলছে।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে আশপাশের ক্লিনিক ও হাসপাতালগুলোতে নেওয়ার জন্য গড়ে উঠেছে দালালচক্র। দীর্ঘদিন ধরে এ কাজে সক্রিয় চক্রের সদস্যরা। বিষয়টি নজরে আসার পর আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পঙ্গু হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
সূত্র আরো জানায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই দালালচক্রের সঙ্গে জড়িত কিনা- তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরপরাধ কেউ থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।