নিজস্ব প্রতিবেদকঃ “মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২০” উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) সুদীপ কুমার চক্রবর্তী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম রহমতুল্লাহ, সংসদ সদস্য, ঢাকা-১১ ও সভাপতি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার, মো: আশরাফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও মো: রবিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান)।
এসময় স্থানীয় কাউন্সিলরবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক-সামাজিক-ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ সকল থানা হতে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বতস্ফুর্ত মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীতশিল্পী শুভ্র দেব, জনপ্রিয় অভিনেতা রিয়াজ, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পূজা চেরী।
উপস্থিত সুধীজন কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম ত্বরান্বিতকরণের মাধ্যম পুলিশ ও সম্মানিত নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে অপরাধ নির্মূল, শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কার্যকর নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।