প্রত্যয় নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় লাভলু (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রবাসীরা। প্রবাসীরদের ধারণা, ডাকাত এসে দোকান লুট করার সময় জখম করার কারণে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের আমটাটার লিবোডিতে তার নিজের বাসাবাড়ি থেকে প্রতিবেশী বাংলাদেশিরা তাকে উদ্ধার করে। মৃত লাভলুর বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।
জানা যায়, আমটাটার লিবোডি এলাকায় অনেকদিন ধরে ব্যবসা করছিলেন লাভলু। সকালের দিকে প্রতিবেশী ব্যবসায়ীরা লাভলুর দোকান বন্ধ দেখতে পায়। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তারা তার মাথায় পিছনে ও জামার নিচে গভীর ক্ষত দেখতে পায় বলে এই প্রতিবেদককে জানায়।
স্থানীয় প্রবাসীরা ধারণা করছেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কোনো একসময় ডাকাত এসে তার দোকানের মূল্যবান জিনিসপত্র লুট করে তাকে কুপিয়ে জখম করে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মৃতদেহ উদ্ধারের ঘটনা জানতে পেরে পুলিশ লাশ স্থানীয় স্টেশনে নিয়ে গেছে।
এদিকে দেশটির লিম্পোপোতে জামাল উদ্দিন নামের এক প্রবাসী হার্ট অ্যাটাকে মারা গেছেন। জামাল উদ্দিনের বাড়ি টাংগাইল জেলায় বলে জানা যায়।