প্রত্যয় নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ১৬ নভেম্বর জোহানেসবার্গের জুলেক ক্রিকেট গ্রাউন্ড মাঠে আফ্রিকা-বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে ম্যাচে উইথব্যাংক কিংস ইলেভেন বনাম ব্রাকপান কিংস ইলেভেন মুখোমুখি হয়। এতে ব্রাকপান উইথব্যাংকে হারিয়ে টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হয়। মো. আনিস ম্যাচে সর্বোচ্চ ২৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ব্রাকপান কিংস ইলেভেনের মো. ইব্রাহিম।
আফ্রিকা-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক নোমান মাহমুদের সভাপতিত্বে এস এইচ মোশাররফ ও নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিম আফ্রিকার আইসিসি কোচ হোসেইন আইয়ুব।
বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি শাপলা টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেরাজ আহমেদ মিয়া, প্রবাসী বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ-সভাপতি শফিকুল হক, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম, কোষাধ্যক্ষ ওমর ফারুক।
উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, কাজল মিয়া। সাউথইস্ট এক্সচেঞ্জের কান্ট্রি হেড কাজী ফরহাদ কামাল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ফোরামের সভাপতি বাবু শৈবাল বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো. লিটন, ওমর শরীফ খাঁন, মো. নুরুল্লাহ, আব্দুল মুনিম মুন্না, কাজী জুয়েল, হাজী মোস্তফা, কালাম আহমদ প্রমুখ।
২০২০ সালের আফ্রিকা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকার ১৬টি শহর থেকে বাংলাদেশি প্রবাসীদের ষোলটি দল অংশগ্রহণ করে।