প্রত্যয় নিউজ ডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ সোমবার চিকিৎসকরা জানান, যে তার অবস্থা গুরুতর এবং সঙ্কটজনক। তার বয়স হয়েছিল ৮৪।
গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। ৯ জনের চিকিৎসক টিম তার চিকিৎসার দায়িত্বে ছিলেন৷ সোমবার বিকেল ৫টা ৩৪ মিনিটে তার মৃত্যু হয়৷
সাবেক মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে তার সরকারি বাসভবনে। সেখান থেকে তার মরদেহ শায়িত থাকবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে৷ আগামীকাল সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অসংখ্য অনুগামী। গুয়াহাটিতেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে।
আগস্ট মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৷ করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
তার শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে, তাকে রাখা হয় ভেন্টিলেশনে ৷ আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে গতকাল জানিয়েছেন, ‘করোনা পরবর্তী উপসর্গ নিয়ে তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি ৷’
‘বরং আরও খারাপ হতে শুরু করে ৷ মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন তিনি ৷ প্রথম থেকেই তাকে রাখা হয়েছে ইনটেনসিভ ভেন্টিলেশনে ৷ শনিবার তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায়, চিকিৎসকরা তার ইনটিউবেশন ভেন্টিলেশন শুরু করেছে ৷’