রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তির নাম সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার (২৫)।
মোহাম্মদ আসলাম জানান, মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সারকে গ্রেফতার করা হয়। ইশতিয়াক রাষ্ট্রের নিরাপত্তা, সন্ত্রাসী কাজে সহযােগিতা, প্রচারণা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশে নিষিদ্ধ ঘােষিত হিযবুত তাহরীর সংগঠনের সক্রিয় সদস্য ছিল।
তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে। মামলা নং-৪০। এ সময় তার কাছ থেকে একটি সিপিইউ ও দুটি মােবাইল ফোন জব্দ করা হয়।