প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে অভিনব কায়দায় চিরাই কাঠ পাচারকালে আটক করে যৌথবাহিনী। জব্দ তেলের ভাউচার ট্রাক নং-১১-০৩০৭, কাঠের পরিমান ৩৩৮ টুকরা ২৩৪.৭১ ঘনফুট যার বাজার মুল্য সাড়ে ৫লাখ টাকা। আটক ড্রাইবার নাম শুক্কুর পিতা-ইউছুফ ছাক্তার পাড়া, রাউজান। জ্বালানী তেলের ভাউচার অভিনব কায়দায় চিরাই কাঠ পাচার করার সময় মানিকছড়ি চেকপোষ্টে তল্লাশী করে ট্রাকসহ জব্দ করে বনবিভাগ। আটক কাঠ ও ট্রাকের বিরুদ্ধে বনমামলার প্রস্তুতি চলছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বিভাগীয় বনকর্মকর্তা রফিকুজম্মান বলেন, দীর্ঘদিন ধরে তেলের ভাউচারের আড়ালে অভিনব কায়দায় এসব কাঠ পাচার করে আসছে । গোপন সংবাদের ভিক্তিতে যৌথবাহিনী এসব কাঠ পাচারকালে আটক করা হয়।