প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১২০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ি রবিউল ইসলাম (২৫)কে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাতিহার গুয়াগাঁ পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের গাজি রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের খবরের ভিত্তিতে পুলিশ কাতিহার গুয়াগাঁ সড়কে টহল বসায়। ওই রাস্তা দিয়ে সন্দেহভাজন ভঙ্গিতে যাওয়ার সময় পুলিশ তাকে চ্যালেন্জ করে এবং তার দেহ তল্লাসী করে ১২০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।