রাঙামাটি প্রতিনিধি : আগামি ৬-৮ ডিসেম্বর ৩দিনব্যাপী সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ প্রচার ও সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সেবা সপ্তাহে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) রাঙ্গামাটি
শাখার কর্মসুচী:
সপ্তাহ জুড়ে এফপিএবি ক্লিনিকে (কোর্ট ব্লিডিং এলাকা, রাঙ্গামাটি সদর) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযন্ত গর্ভবতী মা, কিশোর-কিশোরীসহ সকল কে স্বাস্থ্যসেবা প্রদান।
প্রকল্প এলাকায় করোনা সতর্কতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পৃথক পৃথক উদ্বুদ্ধকরণ সভা: অংশগ্রহনে কিশোর-কিশোরী, গর্ভবতী মা, পুরুষ অভিভাবক।
৬ ডিসেম্বর সকালে সদরের আসামবস্তি, বিকালে কলেজগেট এলাকায় কিশোর-কিশোরীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
৭ ডিসেম্বর সদরের দেবাসিস নগরে স্যাটেলাইট এর ম্যধ্যমে বিশেষ সেবাদান ও আলোচনা সভা।
৭ ডিসেম্বর এফপিএবি রাঙ্গামাটি ফেসবুক পেজে অনলাইনে সন্ধ্যা ৭টায় প্রজনন স্বাস্থ্য ও কিশোরীদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল সভা। মডারেট করবেন: যুব সংসদের স্পীকার ।
৮ ডিসেম্বর সদরের জেলেপাড়ায় স্যাটেলাইট এর ম্যধ্যমে বিশেষ সেবাদান ও আলোচনা সভা।
প্রতিটি কর্মসুচী রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সংযুক্ত থেকে একত্রিতভাবে সম্পন্ন করা হবে।
রিপোর্ট:চৌধুরী হারুনুর রসিদ।