রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার বাঘাইছড়রি পাকুইজ্জ্যাছড়ি এলাকায় প্রতপিক্ষরে গুলিতে নিহত রতন প্রয়ি দওেয়ান (কালো) ওরফে ধমিান চাকমা হত্যায় ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করছেে নহিত রতন চাকমা’র স্ত্রী গহনা চাকমা।বুধবার রাতে ২০ আসামরি নাম উল্লখে ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়।
উল্লখ্যে, গত (৬ ডসিম্বের-২০২০) রাত ২ ঘটকিায় উপজলোর রুপকারী ইউনয়িনরে পাকুইজ্জ্যাছড়ি এলাকায় নজি বাড়ীতে রতন চাকমাকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। পরে সকালে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য খাগড়াছড়ি জলো সদর হাসপাতালে পাঠায় পুলশি। নহিত রতন চাকমা নানয়িারচর উপজলো চয়োরম্যান প্রগতি চাকমার দহেরক্ষী ছলিনে এবং সদেনিই সন্ধায় ছুটিতে বাড়ী এসছেলিনে।মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দনি মামলার বষিয়টি নশ্চিতি করে বলনে, নহিতরে স্ত্রীর অভযিোগরে ভিত্তিতে আমরা মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে র্দূবল ইন্টারনটেরে কারনে এখনো র্সাভারে লপিবিদ্ধ করতে পারনি। তাই ১০ ডিসেম্বর বৃহস্পতিবার মামলা লিপিবদ্ধ করা হয়। এই কারণে
সাংবাদিকদের জানাতে বিলম্ব হয়েছে।