রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড নির্বাচনে যোগ্যপ্রার্থীরা জয়লাভ করেছে । সভাপতি হাজী আজম খান চৌধুরী চেয়ার প্রতিক ২১১ ভোট সাধারণ সম্পাদক শাওন ফরিদ আনারস প্রতিক নিয়ে ২২৬ ভোট পেয়ে প্যানেল বিজয়ী । বিজয়ী সভাপতির নিকটতম প্রতিদন্ডি আনোয়ার হোসেন বানু ১৪৩ ভোট সাধারণ সম্পাদকের নিকটতম প্রতিদন্ডি কাজী শহিদুল্লাহ ভোট পেয়েছে ১৫৪ । হাজী যুপ্ন সম্পাদক বখতিয়ার উদ্দীন মুরাদ বৈদ্যুতিক পাকা প্রতীকে ১৮১ ভোট পেয়ে জয়লাভ করেছে । তার নিকটতম ছিল আলহাজ্ নুর মোহাম্মাদ ফুটবল প্রতীক ১২৮ ভোট । অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে শহিদুল্লাহ কাজল ভোট পেয়েছে ২৩১ ,তার নিকটতম বখতিয়ার উদ্দীন চৌধুরী ১৪৪ ভোট । দপ্তর সম্পাদক মানিক রতন নাথ ১৮২ ভোট পেয়ে বিজয়ী ।তথ্য প্রচার সম্পাদক মো.নুরুল ইসলাম বই প্রতীক ১৯৯ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম জসিম উদ্দীন টেলিফোন প্রতীক পেয়েছেন ১৮৮ ভোট ,সমাজ কল্যান সম্পাদক লোকমান হাকিম হীরা ২৫১ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম জহির উদ্দীন তালুকদার ১৮২ ভোট । সদস্য প্রথম হয়েছে অর্পন সাহা ২১০ ভোট , মোজাহেরুল ইসলাম ওয়াসিম ২০৯,আরফান আলী ১৮৬ ,মো.আলমগীর ১৭৭ ভোট মোহাম্মদ রানা -১৭৩।১৫ ডিসেম্বর ১১ তম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনের রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষনা করা হয়। আঞ্চলিকতা ও প্রভাব বিস্তার কোন কাজ হয়নি । রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৬ জন বিভিন্ন পদে প্রার্থীর মধ্যে ১২ জন নির্বাচিত হয় ।
শীর্ষ পদ ব্যতীত ২/৩ টা পদের বিপরীতে লেনদেন হয়েছে ব্যাপক অভিযোগ উঠেছে। এবার প্রার্থীদের মধ্যে স্থানীয়দের গুর্রুত্ব দিয়েছে বেশী । তবে দলীয় প্রার্থীর প্রভাব বিস্তার আঞ্চলিকতার সুযোগ কোন কাজে লাগাইতে পারেনি।
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড তার আগে বহু ধরনের অভিযোগ থাকলেও বর্তমান ১১ তম স্থায়ী সম্পদ ব্যতীত ১০ তম ব্যবস্থাপনা পরিষদ কিছু রেখে যায় নাই বলে অনেক সদস্য অভিযোগ করেছে।
এবার কেউ দলীয় পদবীতে কেউ নির্বাচনে না আসায় অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ প্রার্থীর সংখ্যা বেশী। ঢাকাসহ সারাদেশ থেকে রাঙামাটিতে দিতে আসছে দেখা গেছে । জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে । কাঠ ব্যবসায়ী সমিতির চার শত ত্রিশ ভোটার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পরিবর্তন নিয়ে আসছে ।
রাঙামাটি আসবাবপত্র সমিতি লিমিটেড নির্বাচনের মধ্যে দিয়ে পরির্বতন এনেছে -তেমনি আগামীতে স্থানীয় সকল নির্বাচনে পরিবর্তনের হাওয়া লেগেছে পরির্বতনের। অবাধ সুষ্ট নির্বাচন হলে যোগ্য প্রার্থীরা সকল নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা করছে ।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।