রাঙামাটি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে রাঙামাটি জেলা প্রশাসন জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ,রাঙামাটি সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস,বনবিভাগ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্র পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসুচীর মাধ্যমে বিজয় দিবস পালন করা হয় ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে বুধবার সকালে একটি বিজয় র্যালী বের করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে র্যালীটি রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ।
পরে তিন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক হুমায়ুন কবির, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিব আজম, সহ-সভাপতি মুন্না তালুকদার, যুগ্ন সম্পাদক নুরুল আবচার, সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শহীদদের আতœার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য- রাঙামাটিতে বিভিন্ন সরকারী -বেসরকারী সংগঠন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। রাঙামাটি জেলা প্রশাসন জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ,রাঙামাটি সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস,বনবিভাগ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্র পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসুচীর মাধ্যমে বিজয় দিবস পালন করা হয় ।
##চৌধুরী হারুনুর রশীদ।