রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুই আঞ্চলিক দলের জেএসএস (সন্তু লারমা) দল ও জেএসএস (এমএনলারমা) দলের মধ্যে পৌরসভার তালুকদার পাড়া এলাকায় ভ্রাতৃত্বঘাতি বন্দুকযুদ্ধ তথা ব্যাপক গুলি বিনিময় হয়েছে।
এই ঘটনায় ৭ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি বলে জানাগেছে। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও কোন পক্ষ থেকে তার সত্যতা নিশ্চিত করেনি। গুলি বিনিময় চলাকালে মুসলিমব্লক ঈমাম পাড়া জামে মসজিদে,হাজিপাড়া নুর টাওয়ার ও কাচালংবাজার আওয়ামী লীগ নেতা হাজি আবদুল শুক্কুরের বাড়িতে গিয়ে গুলি পড়ে। এতে জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইযুম বলেন, আঞ্চলিক দলগুলো আধিপত্য বিস্তার করতে নিয়মিত গোলাগুলি করছে । এসব বন্দুকযুদ্ধ নিত্য হচ্ছে,এসব ঘটনা নিজস্ব ব্যাপার কিন্তু বাঙালিপাড়াগুলিতে এসে পড়ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিনেদুপুরে দুই দলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
##চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।