রাঙ্গামাটি প্রতিনিধি : ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০
বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে ১১ জানুয়ারী সোমবার ।তিন পার্বত্য জেলার পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে আগামী ১১ জানুয়ারি থেকে তিন পার্বত্য জেলায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব।
শনিবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এ তথ্য জানান।
উৎসবে পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট, ট্রেকিং, ক্যানিওনিং, ট্রি ট্রেইল, রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন, রেপলিং, দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারি ইভেন্ট থাকবে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, অ্যাডভেঞ্চার ফেস্টিভালের মাধ্যমে দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনা প্রসারিত ও বিকশিত হবে। এ ছাড়া উৎসবের লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা, রোমাঞ্চপ্রিয় তরুণ-তরুণীদের উৎসাহ প্রদানের মাধ্যমে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করে তোলা। আয়োজকরা জানায়, আগামী ১১ জানুয়ারি রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে উৎসব শুরুর পর পাঁচ দিন তিন পার্বত্য জেলায় পৃৃথকভাবে বিভিন্ন ইভেন্ট পরিচালনার পর ১৫ জানুয়ারি ফুরোমোন পাহাড়ে ট্রেকিংয়ের মাধ্যমে মারী স্টেডিয়ামে উৎসব শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, সদস্য আশীষ বড়ুয়া ও প্রকাশ কান্তি চৌধুরী অন্যন্যা কর্মকর্তাবৃন্ধ।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।