রাঙামাটি প্রতিনিধি : ভারত ও চীন উদ্যোগী হলেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব। দীর্ঘদিন বাস্তুচ্যুত থাকায় রোহিঙ্গরা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হয়ে যেতে পারে। এতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারসহ পুরো অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রাঙামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করে এসব কথা বলেছেন।
বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১ উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে সম্মতি হয়েছে। কিন্তু মায়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।িএই কারণে আজ পর্যন্ত একজনও রোহিঙ্গা যেতে পারেনি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত ও চীনের উদ্যোগের প্রয়োজনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী ভারত ও চীনকে এগিয়ে আসতে হবে। যেহেতু দেশদুটির সেখানে প্রচুর বিনিয়োগ রয়েছে।’##