রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে কুতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রীজ ভেঙ্গে তিনজন নিহত হয়েছে। এই ঘটনার পরপরই রাঙামাটি-খাগড়াছড়ি সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পরে স্থানীয়দের সাথে নিয়ে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্যগণ ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হল – ট্রাক ড্রাইবার আরফাত(৪৫) বায়েজিদ চট্টগ্রাম,ট্রাকের হেল্পার জহিরুল ইসলাম,সিরাজগঞ্জ, রায়পুর ও মো.বাচ্ছু রামগড় খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিন জনের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে ।
ঘটনাস্থলে জেলা প্রশাসক এ কেএম মামুনুর রশিদ ,পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন ঘটনাস্থলে পরির্দশন করেন। ##