রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে তথ্য অধিদপ্তর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা আয়োজন করেছে জেলা তথ্য অফিস। সকাল ১১টায় জেলা প্রশাসনের কার্য্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন ।
সভাপতিত্ব করেন, উপপ্রধান তথ্য অফিসার,পিআইডি,চট্টগ্রাম মীর হোসেন আহসানুল কবীর । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় ,ডাক্তার নিতীশ চাকমা ডিপুটি সিভিল সার্জন রাঙামাটি ।
স্বাগত বক্তব্য রাখেন,মো.আজিজুল হক নিউটন,সিনিয়ার তথ্য অফিসার আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম , কৃপাময় চাকমা ,উপপরিচালক, জেলা তথ্য অফিস, রাঙামাটি। রাঙামাটি মহিলা অধিদপ্তর উপ-পরিচালক হোসেন আরা বেগম,জেলা শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অফিস উপপরিচালক ওমর ফারুক ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী মিথুন গুপ্ত স্ব স্ব প্রকল্প তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর- ১০টি বিশেষ উদ্যোগ বিস্তারিত মতবিনিময় করা হয়। নারীর ক্ষমতায়ন,ডিজিটাল বাংলাদেশ ,ঘরে ঘরে বিদ্যুৎ,সামাজিক নিরাপক্তা কর্মসুচি,পরিবেশ সুরক্ষা,আশ্রায়ন প্রকল্প ,বিনিযোগ বিকাশ,কমিনিটি ক্লিনিক ও মানসিক স্থাস্থ্য ,শিক্ষা সহায়তা কর্মসুচী ও একটি বাড়ী একটি খামার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ ছাড়াও প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, আশ্রায়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি ও একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে বিস্তারিত গুরুত্বারোপ করা হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে রাঙামাটিতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। জেলায় এ পর্যন্ত গৃহহীনদের মধ্যে ৭০৬টি ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এগুলোর মধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে ১৫৮টি এবং নির্মাণাধীন রয়েছে ২৫৮টি ঘর। এ ছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পে জেলায় এ পর্যন্ত ১৩১৪টি সমিতির ৫৩ হাজার ৭২ জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্বাবলম্বী হওয়ার জন্য ১৭৯ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি-১২ জানুয়ারী ২০২১।