আজহার বাবু, ঢাকাঃ অনেক সময় আমাদের এলাকায় দেখা যায় অলি-গলি গুলো অন্ধকারময় থাকার কারণে অনেক ধরনের অঘটন ঘটে থাকে। সময়ে সাথে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি আমাদের খাম্বার লাইট গুলো। কিছু লাইট চলছে, আবার কিছু লাইট অকার্যকর হয়ে আছে। লাইটের কিছু ফ্রেম ভাঙা আবার কিছু লাইট ময়লা গুচ্ছ। লাইটের ঠিক মত আলো না পাবার কারণে আমাদের চলাফেরার জন্য নানা ধরনের সমস্যায় ভুগছি। এসব লাইট বদল করে নতুন এল.ই.ডি লাইট স্থাপন করা হোক।
আমরা চাই আমাদের এলাকার রাস্তা গুলো অত্যাধুনিক আলোকসজ্জা ব্যবস্থা করা হোক। আমাদের কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের কষ্টদায়ক চলাফেরাকে লাঘব করে বাধিত করিবেন।
এই দেশ আমাদের, এই সমাজ আমাদের, আমরা চাইলে আমাদের দেশ ও সমাজ পরিবর্তন করতে পারবো। আসুন সবাই মিলে করি কাজ দেশটাকে করি পরিবর্তন।
“দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”।
আপনারাও মতামত পাঠাতে পারেন।