বিশেষ সংবাদদাতা,কলকাতা : উডল্যান্ডস থেকে বাড়ি ফেরার মাত্র ২০ দিনের মাথায় ফের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তঁার হাসপাতালে ভর্তি হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমবাংলা–সহ গোটা ভারতেই। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতের খবর, আপাতত সৌরভের অবস্থা স্থিতিশীল। তবে বৃহস্পতিবার তাঁর হার্টে ফের বসছে স্টেন্ট।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন সৌরভ। বুধবার সকালে তাঁর অসুস্থতা বাড়তে থাকে। বুকে ব্যথা অনুভব করলে দেরি না করে দুপুরেই তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। তাঁকে হাসপাতালে দেখে তুমুল তৎপরতা শুরু হয়ে চায় সেখানকার চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মধ্যে। হাসপাতালের চিকিৎসক আফতাব খানের নেতৃত্বে একটি দল তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে চলে আসে। চিকিৎসক দলে রয়েছেন সরোজ মণ্ডল এবং সপ্তর্ষি বসু। বিকেলে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভের মেডিক্যাল চেকআপ হয়েছে। অবস্থা আপাতত স্থিতিশীল। ভালোই আছেন। বৃহস্পতিবারই হাসপাতালে তাঁকে দেখতে আসছেন ডা. দেবী শেঠি। তাঁর উপস্থিতিতেই সৌরভের হার্টে স্টেন্ট বসানো হবে। এর আগে উডল্যান্ডসেও তাঁর স্টেন্ট বসেছিল। তার পর তাঁকে দেখতে এসেছিলেন দেবী শেঠি।
সৌরভের অসুস্থতার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় ফোন করে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। এদিন বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘দাদা ভালো আছেন। চিন্তার কিছু নেই। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। আসলে ভালো ঘুম না হওয়াতেই সমস্যা হয়েছিল। তাই দুর্বল হয়ে পড়েছিলেন। আজ তাঁর যে সব শারীরিক পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট স্বাভাবিকই এসেছে। আর যেহেতু কিছুদিন আগে হার্টে স্টেন্ট বসেছে, তাই তাঁর মেডিক্যাল চেকআপ করাতে হতই।’ তিনি মনে করিয়ে দেন, ‘সৌরভ কোনও পরিস্থিতিতেই আতঙ্কিত হয়ে পড়েন না। এটা তাঁর ক্ষেত্রে খুবই ইতিবাচক দিক।