চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি : ২৮ জানুয়ারী রাঙামাটি পৌরনির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। সকাল ১১ ঘটিকায় স্থানীয় রেষ্টুরেন্ট রেইনবোতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাংবাদিকদেও বলেন, রাঙামাটিতে আমার জন্ম ,লেখাপড়া ও বেড়ে উঠা রাজনীতি পরিবারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও মাষ্টার্স সম্পন্ন করে আইন পেশার পাশাপাশি সামাজিক কাজে জড়িত হই। রাঙামাটিতে ক্রিকেট টুর্নামেন্ট সর্বপ্রথম আমি চালু করেছি, করোনা মহামারীতে বিএনপি ও ব্যক্তিগত পক্ষ থেকে বহু মানুষ সহযোগিতা করেছি। আমি পৌরপিতা হতে চাই না, একজন সেবক হতে চাই। কারো দোষারুপ করবো না- পৌরশহরে পর্যাটন এলাকার বর্তমান রাস্তা ঘাট দেখলে কি অবস্থা বুঝা যাবে । গাড়ী-বাড়ী কিছু টানে না । ছোট বেলা থেকে বাবার আর্দশে বড় হয়েছি সবকিছু পেয়েছি – আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে । যেখানে যাচ্ছি সকল সম্প্রদায় মানুষ আমাকে জড়িয়ে ধরছে । সর্বস্তরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি পার্বত্য জেলার রাঙামাটিতে সুষ্ট নির্বাচন হয় ।
স্বপ্নের রাঙামাটি প্রতিষ্টা করতে পরিচ্ছন্ন পর্যাটন শহর করতে চাই,ছোটবেলা ভোটের উৎসব দেখেছি । বর্তমানে দখল দারিত্ব চলছে । গত ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে দেখুন। ডা:সাহাদত সাহেবের এত জনপ্রিয় একেক জনসভায় ১০/১৫ হাজার লোক ঝাপিয়ে পড়েছে । তাদের ভোট কি দিতে পেরেছে ।
অতীতে বিভিন্ন উপজেলা থেকে বহিরাগতরা প্রকাশ্যে পৌরশহরে ভোট কেন্দ্র দখল করে নিয়েছে। ভোটারা যেন ভোট কেন্দ্র যেতে পারে সেটা নিশ্চিত করতে প্রশাসনকে জানিয়েছি। রাঙামাটি পৌর শহরে ১৯টি কেন্দ্রে ঝুকিপুর্ণ তাই প্রতিটি সেনা মোতায়ন জরুরী। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে অবাধ ও সুষ্ট নির্বাচন হলে জয়লাভ করার শতভাগ আশাবাদি।
উল্লেখ্য সাবেক বিএনপির সভাপতি হাজী নাজিম উদ্দীনের ছেলে এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর বাবার বাড়ী সিলেট হলে ও তার জন্মস্থান রাঙামাটিতে।
## চৌধুরী হারুন ২৮ জানুয়ারী ২০২১ ।