নিজস্ব প্রতিবেদকঃ নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য রোড শো করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠ থেকে রোড শো শুরু হয়ে দীর্ঘ এক ঘন্টা গুলশান ও বনানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার, সকল অতি উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার-ইন-চার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপস, পিআই সহ ডিএমপির গুলশান বিভাগের ৬ থানা গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানা হতে পুলিশ পুলিশ সদস্যর পাশাপাশি একটি সাইকেলিং দল (MSDZ) এই শোভাযাত্রায় অংশ নেন।
গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা বিধানের লক্ষ্যে ডিএমপি এলাকায় বাড়ির মালিক, ভাড়াটিয়াসহ রাজধানীতে বসবাসরত নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হবে। তাই সকল নাগরিককে তাদের নিজ নিজ তথ্য পুলিশকে দেয়ার আহ্বান জানান তিনি।