রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল দুপুরে রাঙ্গামাটি বিদায়ী জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ মামুন ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন জেলা প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন মিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুর ১ টায় রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হলে প্রথমে রাঙ্গামাটি রাঙ্গামাটি অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে একে একে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে জেলা প্রশাসককে বরণ করে নেয়া হয়।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর স্বাক্ষরের পর রাঙ্গামাটি বিদায়ী জেলা প্রশাকক এ,কে,এম মামুনুর রশিদ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং নিজ হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।
জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, গত তিন বছর রাঙ্গামাটি জেলার যে দায়িত্ব পালন করেছি তা ছিলো আমার জীবনের শ্রেষ্ট দায়িত্ব পালন। রাঙ্গামাটির প্রতিটি মানুষ যেন আমার নিজ আপন জন। সকল কর্মকর্তা কর্মচারী ও রাঙ্গামাটি জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতার মধ্যে দিয়ে আমি একটি ভালো সময় রাঙ্গামাটিতে পার করতে পেরেছি। আগামী দিন গুলোতে রাঙ্গামাটি জেলা বাসীর জন্য আমার মনের দুয়ার সব সময় খোলা থাকবে।
নবাগত জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটির বিদায়ী জেলা প্রশাসক যে ভাবে দায়িত্ব পালন করেছে আমার কর্মময় জীবনে সেই ভাবেই আমার দাযিত্ব পালন করার চেষ্টা করবে। সেই জন্য তিনি রাঙ্গামাটি জেলাবাসী সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পরে জেলা প্রশাসক বিদায় নেয়ার কারণে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা অফিসের সামনে দাঁড়িয়ে জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ মামুনকে বিদায় জানান।
উল্লেখ্য গত ২৮ জানুয়ারী মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে (যার পরিচিতি নং-১৫৪২৫) নিয়োগ পদায়ন করা হয়েছে। বর্তমান জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে প্রদান করা হয়েছে।
## চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি।