রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ড্রাগন মার্শাল আট সেন্টার (ডিএম সি) কুংফু ড্রেস বিতরণ করা হয়েছে। জেলা স্কাউট ভবনের মাঠে ৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় ফেডারেশনের সাধারণ সম্পাদক মার্শাল আর্ট শুরু ডিএম রস্তম (তাওলু) কুংফু ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিশেষ লোগো ও বাংলাদেশের লাল পোষাকের সংগঠন (ডিএমসি) এই সংগঠনের মাধ্যমে নারীর ওপর সংহিসতা ও যুবসমাজের অবক্ষয় এবং সকল প্রকাল নেশারোধে সর্বক্ষণ স্থাস্থ্যবান থাকার জন্য ,স্কুল কলেজে এবং চাকরি ক্ষেত্রে নিজেকে যোগ্য নিজেকে স্থাস্থ্যবান গড়ে তোলার লক্ষ্যে মুলত:এই ক্লাবে প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক আব্দুল মন্নান রানা(সানদা)মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ,আনসার,স্কুল কলেজ এবং বিভিন্ন স্বায়ত্ব শাসিত সংগঠননের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে যাচ্ছেন।
এই অনুষ্ঠানের পুর্বে রাঙামাটি জিমনেশিয়াম হল রুমে ডিসেম্বর মাসে স্কুল কলেজ পড়–য়া সিনিয়ারজুনিয়ার কয়েকটি স্কুলের মহিলা শিক্ষিকা এবং যারা পড়ালেখা ছেড়ে দিয়েছেন তাদেও মধ্যে প্রায় ২শতাধিক নারীকে পর্যায়ক্রমে আত্বরক্ষার কৌশল শেখানো হয়েছে।এখানে কিল –ঘুষি-লাথি বিহীন আত্বরক্ষার কিভাবে করবে এর কৌশল কৌশলগুলো স্কুল ব্যাগ,চুলের কাটা,পিন এর মাধ্যমে নিজেকে রক্ষা করা এবং নারী অবক্ষয়রোধে কর্মশালা করেছিলেন। সর্বোপরি লাল পোশাকের গায়ে উঠলে পারিবারিক সামাজিক এবং নিজের স্যানিটেশন ও খাবার পানি সব কিছু নিয়ে শিক্ষা দান করা হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো.আলমগীর সানদা যুগ্ন সম্পাদক উগু ফেডারেশন ঢাকা, আব্দুল মান্নান রানা আন্তজার্তিক কোচ ও খেলোয়াড় ,ডিএম রস্তম তাওলু আন্তজার্তিক কোচ রাঙামাটির ড্রাগন মার্শাল আট সেন্টার প্রতিষ্ঠাতা নির্মল বড়–য়া মিলন, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির অ্যাডভোকেট সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুন্না ,স্থানীয় সমাজ সেবক ভুট্রো , নারী অতিথি সুফিয়া কামাল ঝিমি. রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার নেতৃত্বে অন্যন্যা সদস্য প্রমুখ ।
##চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।