ভিয়েনা,অস্ট্রিয়া : এক বিলম্বিত তথ্যে জানা গেছে ভিয়েনায় এক বাংলাদেশী পরিবারকে করোনার বিধিনিষেধ উপেক্ষা করে জন্মদিনের অনুষ্ঠান করায়
আয়োজক পরিবারকে €৫,০০০ হাজার ইউরো জরিমানা এবং আগত অতিথিদের €১,০০০ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,গত ৭ ই ফেব্রুয়ারী
লকডাউন শিথিলতার ঠিক একদিন পূর্বে
পরিবারটি সেদিন সন্ধ্যায় এক জন্মদিনের আয়োজন
করেছিল এবং তাদের নিমন্ত্রণে অনেককেই উপস্থিত হয়েছিলেন। যথারীতি প্রতিবেশীদের কেহ পুলিশে
খবর দিলে তৎক্ষণাৎ পুলিশ এসে তাদের দায়িত্ব
পালন করেছেন। তাছাড়াও ভিয়েনায় আরও একটি
পরিবারকে করোনার সময় বাসায় দাওয়াতের আয়োজন করে জরিমানার সম্মুখীন হয়েছেন
বলেও জানা গেছে।
আমার এই পোস্টটি কাউকে কষ্ট বা ছোট করার
জন্য নয় বরঞ্চ শুধুমাত্র সতর্কতার জন্য। অস্ট্রিয়ান
পুলিশ কঠোর বিধিনিষেধের সময়ও তেমন কিছু
না করলেও,সামনে পড়ে গেলে কাউকে মাফ করেন
না। মনে রাখবেন,এখনও করোনার বিধিনিষেধ বিদ্যমান! গত ৮ ই ফেব্রুয়ারী থেকে করোনার শিথিলতায় শুধুমাত্র এক পরিবারের সাথে অন্য আরেকটি পরিবারের মিলিত হওয়ার অনুমতি দেয়া হয়েছে। এখনও রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ বা প্রস্তান নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।
আজ সন্ধ্যায় ভিয়েনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
প্রায় শতাধিক মানুষকে করোনার বিধিনিষেধ
লঙ্ঘনের জন্য অর্থ জরিমানার কথা বলা হয়েছে।
কাজেই আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির
সকলকে সরকারের বিধিনিষেধ যথাযথভাবে মেনে
চলার অনুরোধ করছি।
বি:দ্র: কবির আহমেদের ফেইসবুক থেকে সংগৃহীত ।