চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি : বিশ্ব নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে রাঙামাটির বিভিন্ন নারী সংগঠন।
৯ মার্চ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন নারীরা। শোভাযাত্রাটি রাজবাড়ি শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু যেমন নারী অধিকার প্রশ্নে সব সময় সচেষ্ট ছিলেন। তেমনি তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ এখন নারী পুরুষের সমতার দেশ। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।
প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উইভ এর নির্বাহী পরিচালন নাইপ্রু মারমা মেরী, টিআইবির সদস্য এড সুস্মিতা চাকমা।
##চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।