রাঙামাটি প্রতিনিধি :কাপ্তাই-বড়াদম রাঙামাটি সড়কে আবারো বন্যা হাতির আক্রমনে ঢাকা থেকে বেড়াইতে আসার পথে সিএনজি থাকা অভিষেক পাল নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার মৃত্যুর নতুন নিদের্শনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী অফিসার মুনতাসিন জাহান সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় উদ্যানে আসে-পাশে অবাধে হাতি চলাচলের কারণে এলাকাটি ঝুকিপুর্ণ হয়ে উঠেছে, এই কারণে রাঙামাটি-বড়াদম –কাপ্তাই সড়কে ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন । বিকাল ৫টা হতে সকাল ৯ টা পর্যন্ত কোন পর্যাটক ও জনসাধারণ অতি উৎসাহে চলাচল করতে গিয়ে হাতির বিঘœসৃষ্টি না হয়। রাম পাহাড়,সীতা পাহাড় ,জাতীয় উদ্যান হাতির অভরন্য অবাধে চলাচল করে আসছে।
বৃহস্পতিবার হাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অকালে প্রাণ গেলো। হাতির আক্রমনে নিহত যুবক অভিষেক পাল (২১)। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। ৫জন যাত্রী নিয়ে কাপ্তাই নেভী সড়ক হয়ে সিএনজি যোগে রাঙামাটি আসার পথে হাতির পাল দেখে সিএনজি হঠাৎ বন্ধ হয়ে যায়- অভিষেক সামনে সীট থেকে দৌড় দেয় । পরে মাটিতে পড়ে গেলে হাতির পায়ের চাপে মারা যায়।
বৃহস্পতিবার সকাল প্রায় ৯টায় কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক অভিষেকের একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, তারা ৬ বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করলে সকাল আনুমানিক ৯টায় পথিমধ্যে দুটি হাতির মুখোমুখি হয় তারা।
তার বন্ধু অভিষেক পাল বনের দিকে দোঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে সে মারা যায়।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক সাংবাদিকদের জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বন বিভাগের কাপ্তাই রেন্জ এর দায়িত্বরতরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এই এলাকায় ইদানীং হাতির উৎপাত মারাত্বক আকার ধারন করেছে। গত ৫ মাসে ৬ জন হাতির আক্রমনে মারা গেছে বলে জানাগেছে ।
নিহত অভিষেক এর পিতা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে, তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রামগঞ্জে। তবে তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করছে বলে জানা গেছে।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এদিকে, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় ডিএফও রফিকুজ্মাজমান শাহ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনসহ আরো অনেকে।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।
আরও পড়ুন : আবারো কাপ্তাইয়ে হাতির আক্রমণে এবার বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু