যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে কুয়েতের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় দিবসটি উদযাপন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, দোয়া ও মোনাজাত, বাণীসমূহ পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীসহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংক্রামক ব্যাধি করোনাভাইরাস সম্প্রতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তাই সংক্রমণ প্রতিরোধে দেশটির সরকারের নেয়া নানা পদক্ষেপ বাধাগ্রস্ত হয় বা নির্দেশাবলী অমান্য হয় এমন কর্মসূচি পালনে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিরত ছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী (মুজিববর্ষ) সরকার ঘোষিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, ফলে ছোট পরিসরে ওই অনুষ্ঠান উদযাপন করা হয়।
সবশেষে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫এর ১৫ আগস্টের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা