রাঙামাটি প্রতিনিধি :জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশ এক তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা। কর্মসুচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। বুধবার বিকেলে রাঙামাটি চেম্বার ভবনের একটি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ। জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এতে বিশেষ অতিথি ছিলেন পিসিএনপির জেলা কমিটির সহ-সভাপতি কাজি মোঃ জালোয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব পাটওয়ারী ও এমএ হান্নান। এ সময় আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুন্না তালুকদার, যুগ্ন সম্পাদক নুরুল আবচার, সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা মঈনউদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে শুধু দেশ স্বাধীন করেননি তিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। দেশপ্রেম ও মানুষের অধিকার রক্ষা করা তার আদর্শের অন্যতম প্রধান দিক। তার আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের একটি গোষ্টি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিলো তারাই আবার বঙ্গবন্ধুর বক্তব্যকে বিকৃত ব্যাখ্যা দিয়ে পার্বত্য চট্টগ্রামে দেশ বিরোধী সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। দেশ বিরোধী মহলটি এখনো পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা এ অঞ্চলকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। সে লক্ষেই এখনো তারা ভারি অস্ত্র নিয়ে পাহাড় দখল করে রেখেছে এবং একের পর এক দেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ তোলেন সংগঠনের নেতারা। স্বাধীনতা ও দেশ বিরোধী পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে দমন করে পাহাড়ের মানুষের শান্তি ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ৩০জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পিসিএনপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।