রাঙামাটি প্রতিনিধি : আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন, রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে বিদায় ও বরণ সংবর্ধনার আয়োজন করে এ পৌর পরিষদ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র আকবর হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে ও সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড কান্সিলর কালায়ন চাকমা ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাকে নতুন করে বিপুল ভোটে জয়ী করায় পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, গত মেয়াদে রাঙামাটি পৌর এলাকার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছি, যেগুলো চলমান রয়েছে। এসব চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে। এ ছাড়া উন্নয়নের পাশাপাশি পৌরবাসীর সেবায় নতুন করে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হবে। আমার অঙ্গিকার ছিল, রাঙামাটি শহরকে দুর্গন্ধমুক্ত, পরিবেশ ও পর্যটনবান্ধব আধুনিক পৌরসভা গঠন এবং শান্তি ও সম্প্রীতির শহর প্রতিষ্ঠা। এ লক্ষে অতীতে যেভাবে কাজ করেছি, সামনে সেভাবে এগোতে চাই। এজন্য প্রয়োজন পৌরবাসীর আন্তরিক সহযোগিতা।
তিনি বলেন, রাঙামাটি পৌরসভার আয় খুব সীমিত। পৌরসভার যাবতীয় কর্মকান্ড বিশেষ করে জনগণের করের ওপর নির্ভরশীল। অডিটোরিয়াম নির্মাণ কাজ চলছে। এখানে বিশাল অর্থের প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত বরাদ্দের অভাবে কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন তিনি।
মেয়র বলেন, পৌর এলাকায় যেইসব জলমহাল, বাস টার্মিনাল রয়েছে-সেগুলো ইজারা দেওয়ার দায়িত্ব পৌরসভায় দেওয়ার আহবান জানায়। কিন্তু ইজারা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এসব জলমহালসহ একমাত্র বাস টার্মিনালটি পৌরসভার কাছে হস্তান্তর করার আহবান জানান মেয়র আকবর হোসেন চৌধুরী।##
চৌধুরী হারুনুর রশীদ,, রাঙামাটি: ১৮ মার্চ ২০২১।