রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে । ২১ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় রাঙামাটি সার্কেল বন সংরক্ষকের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয় । রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো: রফিকুজম্মান শাহ ,পার্বত্য উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা শ্রী অজিত কুমার রুদ্র ,পা.চ.অশ্রেণীভুক্ত বনাঞ্চলের বিভাগীয় বনকর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ ও পা.চ.ঝুম নিয়ন্ত্রন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির ।
রাঙামাটি সার্কেলের বনসংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম বলেন, । পার্বত্য জেলা রাঙামাটিতে জনগণকে সম্পৃক্ত করে বন উজার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বন রক্ষা, বন সৃষ্টি করা খুবই জরুরী হয়ে পড়েছে। যার প্রেক্ষিতে প্রশাসনিক সমন্নয়ে বনায়ন সৃষ্টির গুরুত্ব দেন তিনি ।
রাঙামাটি সার্কেলের চারটি বনবিভাগের কর্মকর্তা কমচারী এসময় উপস্থিত ছিলেন।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।